বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১২

সফটওয়্যার ছাড়া ফোল্ডারের পাসওয়ার্ড :


সফটওয়্যার ছাড়াও ফোল্ডারের password দেয়া যায়। সেজন্য যে ফোল্ডারটির password দিতে চান সেই ফোল্ডারের উপর মাইস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করে send to অপশনের compressed (zipper) folder - ক্লিক করুন। ফলে ফোল্ডারটি zip folder - রুপান্তরিত হবে। এখন  zip folder - মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করি এবং open with অপশনেরcompressed (zipper) folder - ক্লিক করি। এখন নতুন যে উইনডোটি আসবে সেখানে যে কোনো খালি জায়গায় মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করে add a password - ক্লিক করতে হবে এবং password confirm password - একই password দিয়ে OK করতে হবে। তারপর ফোল্ডার খুলে দেখুন আপনার password হয়ে গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন