বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১২

সফটওয়্যার ছাড়া ফোল্ডারের পাসওয়ার্ড :


সফটওয়্যার ছাড়াও ফোল্ডারের password দেয়া যায়। সেজন্য যে ফোল্ডারটির password দিতে চান সেই ফোল্ডারের উপর মাইস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করে send to অপশনের compressed (zipper) folder - ক্লিক করুন। ফলে ফোল্ডারটি zip folder - রুপান্তরিত হবে। এখন  zip folder - মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করি এবং open with অপশনেরcompressed (zipper) folder - ক্লিক করি। এখন নতুন যে উইনডোটি আসবে সেখানে যে কোনো খালি জায়গায় মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করে add a password - ক্লিক করতে হবে এবং password confirm password - একই password দিয়ে OK করতে হবে। তারপর ফোল্ডার খুলে দেখুন আপনার password হয়ে গেছে।

এবার ফোল্ডার এর নাম গায়েব করুন :


আজ আপনাদের ফোল্ডার এর নাম কিভাবে গায়েব করতে হয় টা দেখাব, প্রথমে যেকোনো ফোল্ডার এর উপর right click দিয়ে rename এ যান,এখন backspace press করে alt চাপ দিয়ে দরে রেখে 0160 press করুন এবার enter চাপ দিয়ে মজা দেখুন্‌

পিসিতে ফোল্ডার নেম লিখুন বাংলাতে :


ইউনিকোড সাপোর্ট করে এমন ফন্ট এবং কিবোর্ড ম্যানেজার থাকলে অনায়াসে আপনি ফোলডার নেম বাংলাতে লিখতে পারবেনশুধু ছোট একটা সেটিং পরিবর্তন করতে হবে
ডেস্কটপে খালি জায়গায় রাইট-বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন
Display Properties ওপেন হবেAppearance ট্যাবে গিয়ে Advanced বাটনে ক্লিক করুন
Advanced Appearance বক্স ওপেন হবেItem মেন্যু থেকে Icon সিলেক্ট করুন
ডিফলট ফন্ট থাকে Tahoma এবং ফন্ট সাইজ ৮ফন্ট পরিবর্তন করে
    Vrinda সিলেক্ট করুন এবং ফন্ট সাইজ পছন্দ মত সিলেক্ট করুনOK
    Apply দিন
এবার ফোলডার নেম টাইপ করার সময় বাংলা এনাবল করে টাইপ করলেই হবেইউনিকোড কিবোর্ড ম্যানেজার হিসেবে আমার পছন্দ Unijoy
 এই লিংক থেকে বিনামূল্যে Unijoy ডাউনলোড করতে পারবেন

এখন ফোল্ডার আইকন হিসেবে আপনার নিজের ছবি ব্যবহার করুন :

প্রথমে আপনার ছবি বাছাই করুন এর পর আপনার ছবিটি পেইন্ট এর মাধ্যমে আপনার ছবি দিন ছবিটি থাকবে bmp Format করে Save করুন এর পর ছবিটি কাট/কপি করে C: Drive>Windows> System32> Past করুন এবার আপনি নতুন ফোল্ডার করে কার Properties> Customize>Change logo>   Browser>এখন আপনার ছবি যে নাম দিয়ে ছিলেন সেটা খুজুন এবং সিলেক্ট করে Ok>Apply> ok এবার দেখুন আপনার ছবি আইকন হয়ে গেছে। 

@ Create Undeleteble Folder @


সেই ঐতিহাসিক ফোল্ডার :

সেই ঐতিহাসিক ফোল্ডার যা সহজে ডিলিট হবে না; ফোল্ডারের নাম পরিবর্তন তো দূরের কথাকথা না বাড়িয়ে চলুন দেখি কিভাবে আনডিলিটেবল ফোল্ডার বানানো যায়

১) প্রথমে Start মেনু থেকে Run এ যান,
২) তার পর টাইপ করুন cmd
৩) Enter প্রেশ করুন
৪) যেই ড্রাইভে আনডিলিটেবল ফোল্ডার তৈরি করতে চান সেই ড্রাইভের নাম লিখুন যেমন F:
৫) Enter প্রেশ করুন
৬) এবার লিখুন md এবং একটি স্পেস দিয়ে ১টি ব্যাক স্লাস দিন
৭) তার পর lpt1 লিখে ২টি ব্যাক স্লাস দিন
৮) Enter প্রেশ করুন
*********************
হা হা এবার F ড্রাইভে গিয়ে দেখুন lpt1 নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে যা ডিলিট করতে চাইলে নিচের  এই ম্যাসেজটি দেখাবে আর ডিলিট হবে না এবং রিনেইমও হবে না
এইভাবে তৈরি করুন lpt1, lpt2, lpt3, lpt4, lpt5………………., com1, com2, com3………..ইত্যাদি নামে আরো অনেক আনডিলিটেবল ফোল্ডার

মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১২

একই স্থানে তিনটি ফোল্ডার একই নামে :


1. প্রথমে একটি ফোল্ডার বানান > এটাকে Rename করুন > Press করুন Alt + 255 +লিখুন Sihab > Enter প্রেস করুন
2. দ্বিতীয় বার আর একটি ফোল্ডার বানান > এটাকে Rename করুন > লিখুন Sihab > Enter প্রেস করুন
3. তৃতীয় বার আর একটি ফোল্ডার বানান > এটাকে Rename করুন > লিখুন Sihab + Press করুন Alt + 255 > Enter প্রেস করুন
  ব্যাস হয়ে গেল একই স্থানে তিনটি ফোল্ডার একই নামে

উইন্ডোজ কমপিউটারের জন্য বিশেষ কিছু ফোল্ডার :


ডেস্কটপে বা অন্য কোন ফোল্ডারে কন্ট্রোল প্যানেল বা এ জাতীয় বিশেষ বিশেষ ফোল্ডার তৈরি করতে চান? এটা আপনি খুব সহজেই করতে পারেনএর জন্য শুধু আপনাকে একটা ফোল্ডার খুলতে হবেএবং রিনেম করলেই হবেসবচেয়ে মজার ব্যপার হচ্ছে, এই পদ্ধতিতে আপনি যে বিশেষ ফোল্ডারটি আপনি তৈরি করতে চান তার আইকনে কোন শর্টকাট অ্যারো থাকবে নাআর সেটা দেখতে অরজিনাল এর মতইশুরু করা যাক:
প্রথমে নতুন একটি ফোল্ডার নিবেন তার পর নীচের কোড কপি-পেস্ট :

কন্ট্রোল প্যানেল –        Control Panel.{21ec2020-3aea-1069-a2dd-08002b30309d}
মাই কম্পিউটার –        My Computer.{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}
রিসাইকেল বিন –        Recycle Bin.{645FF040-5081-101B-9F08-00AA002F954E}
ফোল্ডার অপশনস –      Folder Options.{6DFD7C5C-2451-11d3-A299-00C04F8EF6AF}
মাই নেটওয়ার্ক প্লেস –   My Network Places.{208D2C60-3AEA-1069-A2D7-08002B30309D}
ইন্টারনেট এক্সপ্লোরার –  Internet Explorer.{871C5380-42A0-1069-A2EA-08002B30309D}
টাস্কবার ও স্টার্ট মেনু – Taskbar and Start Menu.{0DF44EAA-FF21-4412-828E-260A8728E7F1}
প্রিন্টার ও ফ্যাক্স –       Printers and Faxes.{2227A280-3AEA-1069-A2DE-08002B30309D}
স্ক্যানার ও ক্যামেরা –   Scanners & Cameras.{E211B736-43FD-11D1-9EFB-0000F8757FCD}
সার্চ রেজাল্ট –            Search Results Folder.{e17d4fc0-5564-11d1-83f2-00a0c90dc849}

হ্যাকারদের হাত থেকে আপনার ফেইসবুক আইডি নিরাপদ রাখুন…

সবাই চাই যে তার ফেইসবুক আইডি যেন কোন হ্যাকার কর্তৃক হ্যাক না হয় আর সে আশাটা আজ হয়তবা পূরণ হবে আবার হয়তবা অনেকে আগে থেকে ও জেনে থাকতে পারে আচ্ছা যাক সে কথা  যারা জানে না তাদের জন্য পোস্টটি……. প্রথমে ফেইসবুক আইডি অপেন করে অতঃপর Home পাশে তীর চিহেৃ ক্লিক করে Account Setting এ ক্লিক করে বাম পাশের Security তে ক্লিক করে Secure browsing enable করে Save change এ ক্লিক করতে হবে  এবং Login Notification   Email এর পাশে ঠিক চিহৃ দিয়ে Save change এ ক্লিক করতে হবে আশা করি এর পর আর কোন হ্যাকার এর ভয় থাকবেনা 

ফেসবুকের সিকুরিটি নিয়ে খুবই প্রয়োজনীয় একটি ট্রিকস :


আজকে ফেসবুকের নিরাপত্তা নিয়ে একটু জরুরী ট্রিকস শেয়ার করছিঅনেক সময় সাইবার ক্যাফে অথবা বন্ধুর বাসায় গেলে নিজের ফেসবুক একাউন্ট আমরা লগ আউট করতে ভুলে যাই তাই না? কিন্তু এখন এই ভুল আপনি করলে নিজের বাসা থেকে বসেই বন্ধুর বাসার পিসি থেকে লগ আউট করুন আপনার ফেসবুক একাউন্টফেসবুক সম্প্রতি রিমোট log out করার সুবিধা দিয়েছে , ফলে আগের সেশনগুলো থেকে সহজেই logout করা যাবে নিজের account রিমোট logout করতে ফেসবুক login করার পরে উপরের ডানে account থাকে account settings-এ যেতে হবে
এবার    account security-তে ক্লিক করলে most recent activity  শিরোনামে  চলতি কম্পিউটারটি এবং also active শিরোনামে login   সঙ্ক্রিয় অবস্থায় আছে এমন কম্পিউটারের -(সময় ,তারিখ  , শহর , প্রদেশ , দেশ, আইপি  ব্রাউজার , অপারেটিং সিস্টেম) ইত্যাদি তথ্য সহ তালিকা দেখাবে
এখন তালিকা ভূক্ত আগের কম্পিউটার থেকে logout করতে ঐ সেশনের  ডানে end activity লিংক এ ক্লিক করলেই হবে তাহলেই হয়ে যাবে

আপনার ফেইসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা দেবে বিশ্বস্ত বন্ধুরা :


হ্যাক হওয়া অ্যাকাউন্ট ফিরিয়ে আনুন আপনার বিশ্বস্ত বন্ধুদের সাহায্যেঃ
বিশ্বস্ত বন্ধুর সাহায্য নিয়ে একাউন্ট রিকভারি করা হচ্ছে সবচেয়ে নতুন আপডেট একাউন্টের নিরাপত্তার জন্যআপনার কাছের ৩-৫ জন কে আপনি যদি বাছাই করুন বিশ্বস্ত বন্ধু হিসেবে তবে কোনভাবে যদি আপনার একাউন্ট হ্যাক হয়, অথবা আপনি পাসওয়ার্ড ভুলে যান তবে সেই বন্ধুদের কাছে ফেইসবুক অথরিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপায় এবং করণীয় এর বিবরণী পাঠাবে
সার্ভিস টি চালু করার জন্য Account Settings –> Security –> Trusted Friends এ গিয়ে ৩-৫ জন কাছের বন্ধু কে অ্যাড করে রাখুনতবে মনে রাখবেন, এখনো বেটা টেষ্টিং এ আছেতাই অপশন টি না পেলে চিন্তা করার কিছু নেই, কয়দিন পরেই হয়তো পাবেন
একবার চালু করার পরে, যদি কখনো কোন কারণে আপনার একাউন্টে আর লগ ইন না করতে পারেন, তবে ফেইসবুক ইন্টারফেইস এক কাছের বন্ধুদের কাছে সিকিউরিটি কোড পাঠাবে যা আপনি লগ ইন করার জন্য ব্যবহার করবেনএবং সঠিক কোড দিলে সর্বোচ্চ ২৪ ঘন্টা লাগতে পারে একাউন্ট এর রিকভারী করার জন্য হয়তো ২৪ ঘন্টা একটু বেশি সময় মনে হতে পারে, কিন্তু একাউন্ট হারানোর মত বাজে তো আর নয়